এন্ড্রয়েড মোবাইল ফোনে অপটিক্যাল জুম সহ ১৪ মেগাপিক্সেল ক্যামেরা, নাকি ডিজিটাল ক্যামেরায় মোবাইল ফোন এনিয়ে আপনি বিতর্ক করতে পারেন। এটা বাজারে আসার সময় এবং দাম জানিয়েছে এর নির্মাতা এলটেক। তারা মুলত ক্যামেরা তৈরী করে, কাজেই ক্যামেরা উন্নত হবে এতে সন্দেহ নেই। সাধারন ডিজিটাল ক্যামেরার মতই এতে রয়েছে ১৪ মেগাপিক্সেল ১/২.৩ ইঞ্চি সিসিডি সেন্সর, ৩এক্স অপটিক্যাল জুম, জিনন ফ্লাশ। এছাড়া স্মাইল ডিটেকশন, সুইপ প্যানোরমার মত ফিচার রয়েছে এতে।
আর মোবাইল ফোন হিসেবে এতে আছে এন্ড্রয়েড ২.। আগামী ২.২ ফ্রোয়ো আনার বিষয়ে কোম্পানী কাজ করছে।
ক্যামেরাটি এবছর শেষ ভাগে বিক্রি শুরু হবে হংকং, চীন এবং তাইওয়ানে। দাম ৪৯৯ ডলার। দাম কি বেশি মনে হচ্ছে ? বর্তমান সময়ে সবচেয়ে ভাল ক্যামেরা ফোন নোকিয়া এন৮, সনি এরিকশন সাটিও কিংবা স্যামসাং পিক্স১২ এর সাথে মিলিয়ে দেখুন।
No comments:
Post a Comment