ফ্লাশ নিয়ে এডবির সাথে এপলের লড়াইয়ের কারনে ফ্লাশ বিশেষভাবে সকলের দৃষ্টি আকর্ষন করে সাম্প্রতিক সময়ে। ষ্টিভ জবসের ভাষায় ফ্লাশ একটি ত্রুটিপুর্ন সফটঅয়্যার। খুব সহজে ভাইরাসের আক্রমন হতে পারে, ব্যাটারীর অপচয় করে। যেকারনে তারা আইপ্যাড থেকে ফ্লাশ বাদ দিয়েছে। অন্যদিকে ইন্টারনেট ভিডিও এবং গেমের ক্ষেত্রে ফ্লাশের রাজত্ব। সপ্তাহখানেক আগে কম্পিউটার ছাড়িয়ে এন্ড্রয়েড পর্যন্ত ফ্লাশ ব্যবহারের তালিকায় নাম লিখিয়েছে।
ক্রোমের নতুন ভার্শন ডাউনলোড করা যাবে এখান থেকে
No comments:
Post a Comment