ইদানিং মোবাইল হ্যান্ডসেটে শক্তিশালী ক্যামেরা দেয়ার রীতিমত প্রতিযোগিতা চলছে। নোকিয়া ১২ মেগাপিক্সেল ক্যামেরাসহ এন-৮ তৈরী করেছে। তারপরই তাদের পরবর্তী ধাপ হচ্ছে ৫ মেগাপিক্সেল যেখানে এই দুইয়ের মাঝামাঝি মানের ক্যামেরা রয়েছে অনেকের। এই শুন্যস্থান পুরন করতেই সি-৭ আনছে নোকিয়া। এতে থাকবে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। সেইসাথে ডুয়াল এলইডি ফ্লাশ এবং ষ্টেরিও স্পিকার।
নোকিয়া আনুষ্ঠানিকভাবে ঘোষনা দেয়নি এখনো, ইন্টারনেটে ছবি প্রকাশ পেয়েছে। তাথেকে জানা যায় এতে রয়েছে ফুল টাচস্ক্রিন। এতে এস৬০ ফিফথ এডিশন অপারেটিং সিষ্টেম (সিমবিয়ার ৩ ও হতে পারে)। এছাড়া এতে সেকেন্ডারী ক্যামেরা, ৩.৫ মিমি অডিও জ্যাক ইত্যাদি রয়েছে।
সাধারনত কোম্পানী থেকে প্রকাশ এধরনের ছবি থেকেই আগামী সেট সম্পর্কে জানা যায়। এই ফোন সম্পর্কে আরো জানতে আরো স্পষ্ট ছবির অপেক্ষা করতে হবে।
আরো কি কি ফোন আসতে যাচ্ছে যদি আগাম জানতে চান তাহলে ছবিটি লক্ষ্য করুন। এখানে ই-৬, ই-৭, এক্স-৫, এক্স-৭, এন-৯ ইত্যাদি অনেক নাম রয়েছে যেগুলি নোকিয়া আনুষ্ঠানিকভাবে জানায়নি। কাজেই নোকিয়ার কাছ থেকে এই ফোনগুলির ঘোষনাও আশা করতে পারেন।
No comments:
Post a Comment