এপলের কথা অনুযায়ী এই মডেলে সবচেয়ে কম বিদ্যুতশক্তি ব্যবহার হবে। বিশ্বাস করতে অসুবিধে হয় না কার এটা তাদের সবচেয়ে ছোট আকারের কম্পিউটার। এর পাওয়ার ইউনিটটি ভেতরে বসানোর ফলে অন্তত ২০ ভাগ ছোট করা সম্ভব হয়েছে।
কাজের দিক থেকে কোন ছাড়া দেয়া হয়নি, বরং অত্যন্ত শক্তিশালি। এতে রয়েছে ইন্টেল কোর ২ ডুয়ো প্রসেসর, এনভিডিয়া জিফোর্স ৩২০এম গ্রাফিক্স এবং ৫০০ গিগাবাইট পর্যন্ত ষ্টোরেজ।
সবচেয়ে কমদামী ভার্শন ৭০০ ডলার থেকে সবচেয়ে দামী ১০০০ ডলার পর্যন্ত এর দাম।
No comments:
Post a Comment