এসার এন্ড্রয়েডভিত্তিক দুটি নতুন ফোনের ঘোষনা দিয়েছে। ক্যান্ডিবার বি টাচ ১২০ এবং ফুল কিবোর্ডের বি টাচ ১৩০। দুটি ফোনের এন্ড্রয়েড ১.৬ ডুনাট ব্যবহার করা হয়েছে। এছাড়া ৩.২ মেগাপিক্সেল ক্যামেরা, এসটি এরিকশন ৪১৬ মেগাহার্টজ প্রসেসর, ২৫৬ মেগাবাইট র্যাম, ৫১২ মেগাবাইট রম এবং থ্রিজি, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এফএম রেডিও, ৩.৫ মিমি অডিও জ্যাক ইত্যাদি রয়েছে। এছাড়া অটো-রোটেশনের জন্য এক্সিলারোমিটার, মাইক্রোএসডি কার্ড স্লটও রয়েছে দুটি ফোনেই।
বি টাচ ই-১২০ ফোনে ২.৮ ইঞ্চি কিউভিজিএ টাচস্ক্রিন ডিসপ্লে আর বি টাচ ই-১৩০ মডেলে ২.৬ ইঞ্চি ল্যান্ডস্কেপ কিউভিজিএ ডিসপ্লে, সাথে ফুল কিবোর্ড রয়েছে। এদের মধ্যে ই-১৩০ আগেই কম্পিউটেক্সে দেখানো হয়েছিল। জুলাইয়ের মাঝামাঝি ই-১২০ বিক্রি শুরু হবে আর ই-১৩০ বিক্রি হবে আগষ্টে। সেটদুটির দাম জানানো হয়নি।
No comments:
Post a Comment