থ্রিডি ছবির চাহিদা যখন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে তখন একটা প্রশ্ন অনেকের মনেই একটা প্রশ্ন খোচা মারছে, থ্রিডি চশমা কতটা নিরাপদ। এবিষয়ে গবেষনা করে গুড হাউজকিপিং বলছে এর মাধ্যমে এতে এমন ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া গেছে যা থেকে চোখের সংক্রমন ঘটতে পারে, ত্বকের রোগ হতে পারে, ফুড পয়জনিং এর ঘটনা ঘটতে পারে এমনকি নিউমোনিয়া পর্যন্ত হতে পারে।
গবেষনায় পাওয়া গেছে কোন চশমাই ব্যবহারের পর ষ্টেরিলাইজ করা হয় না। একজনের ব্যবহার করা চশমা সরাসরি আরেকজনকে ব্যবহারের জন্য দেয়া হয়। ভাল সংবাদ হচ্ছে গুড হাউজকিপিং সরাসরি এর বিরোধিতা না করে বলেছে এথেকে রক্ষা পাওয়া সম্ভব। সাধারন শুকনো টিস্যু দিয়ে মুছে নিলে ৬৬ ভাগ ব্যাকটেরিয়ামুক্ত করা সম্ভব। আর এলকোহল (মদ) দিয়ে মুছলে ৯৫ ভাগ।
No comments:
Post a Comment