কোরিয়ান কোম্পানী এলজি জানিয়েছে তাদের আগামী টিভি মডেল এলএক্স-৯৫০০ বিশ্বের প্রথম হাই ডেফিনিশন টিভি যেখানে পুরোপুরি এলইডি ব্যাকলিট এলসিডি এবং থ্রিডি থাকবে। গতমাসে এই টিভির কথা প্রকাশ পায়। এলজির পক্ষ থেকে সেটা নিশ্চত করা হল। এক্ষেত্রে তারা এগিয়ে যাচ্ছে তাদের প্রতিদ্বন্দী স্যামসাং থেকে। কারন স্যামসাং এর বাজারে আসার কথা মে মাসে।এলক্স-৯৫০০ দুটি মডেলে ছাড়া হবে। ৪৭ ইঞ্চি এবং ৫৫ ইঞ্চি। দুটি টিভিতেই ফুল হাই ডেফিনিশন ১০৮০পি, ইউএসবি ২.০. এইচডিএমআই, ইন্টিগ্রেটেড স্কাইপি এবং থ্রিডি সাপোর্ট থাকবে।
এই থ্রিডি দেখার জন্য চশমা ব্যবহার করতে হবে। যদিও অনেকেই চশমাবিহীন থ্রিডি ডিসপ্লে নিয়ে কাজ করছে। শুরুতে কোরিয়ায় বিক্রি করা হবে এই টিভি। আন্তর্জাতিক বাজারে এর দাম কত হবে জানানো হয়নি তবে কোরিয়ার বাজারে দাম হবে ৪৭ লক্ষ ওন, প্রায় ৪ হাজার মার্কিন ডলারের সমান।
No comments:
Post a Comment