পিউ এরসাথে আগের কোন সময়ের তুলনা দেখায়নি। তবে এটা নিশ্চিত যে অল্পবয়সীরা খবরের জন্য মোবাইল ফোন ব্যবহার করে। ৫০ বছরের কমবয়সী শতকরা ৪৩ জনই জানিয়েছে তারা মোবাইল ফোনে খবর ব্যবহার করে। অন্যদিকে তারচেয়ে বেশি বয়সীদের শতকরা ১৫ জন এইকাজে মোবাইল ফোনের ওপর নির্ভর করে।
খবরের বিষয়ের দিক থেকে ১ নম্বর অবস্থানের পরিবর্তন হয়নি। মানুষ আবহাওয়া বিষয়ক খবর খোজ করে সবচেয়ে বেশি। যে শতকরা ৩৭ জন জানিয়েছে তারা মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে তাদের শতকরা ৭২ জনই বলেছে তারা আবহাওয়ার খবর দেখে। বর্তমান ঘটনার খবর রয়েছে ২য় অবস্থানে, শতকরা ৬৮ ভাগ। এদের শতকরা ৮০ জনের বেশি জানিয়েছে তারা ইমেইল লিংকের মাধ্যমে খবর জানে।
১৮ বছরের বেশি ২,২৫৯ জনের টেলিফোন ইন্টারভিউ নিয়ে এই ফল বের করা হয়েছে।
১৮ বছরের বেশি ২,২৫৯ জনের টেলিফোন ইন্টারভিউ নিয়ে এই ফল বের করা হয়েছে।
No comments:
Post a Comment