ফোনে ৩ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। কিন্তু এই ফোন শুধুমাত্র রেকর্ডের ওপর নির্ভরশীল না, আগে রেকর্ড করা যে কোন টুডি ভিডিওকে থ্রিডিতে পরিনত করতে পারে। এমনকি এই থ্রিডি দেখার জন্য থ্রিডি চশমা প্রয়োজন নেই। স্যামসাং এর নমুনা প্রদর্শন করেছে। অনেকে বলছেন এটা স্যামসাং এর চশমা ছাড়াই থ্রিডি টিভি তৈরীর প্রথম পদক্ষেপ।
অন্যান্যদের মধ্যে এতে রয়েছে ৩.২ ইঞ্চি এমোলেড ডিসপ্লে, ক্যামেরার জন্য জিজন ফ্লাশ। বড ডিসপ্লে এবং টুডি-থ্রিডি কনভার্শনের মত জটিল সফটঅয়্যার ব্যবহারের কারনে বেশ বড় ব্যাটারী।
এই মুহুর্তে এটুকু জেনেই সন্তুষ্ট থাকতে হবে কারন এটা আপাতত শুধুমাত্র কোরিয়ার জন্য।
No comments:
Post a Comment