বিনামুল্যের অনলাইন ফটোগ্রাফি পত্রিকা ফটোগ্রাফি-বিবি এর ২৬তম সংখ্যা প্রকাশ করা হয়েছে। যারা সৌখিন থেকে পেশাদার ফটোগ্রাফার হতে আগ্রহী তাদের জন্য অত্যন্ত উপযোগি এই পত্রিকার বর্তমান সংখ্যায় অনেকগুলি টিপস এবং টেকনিক দেয়া হয়েছে। এছাড়া এডবি লাইটরুম ৩ সম্পর্কে বিস্তারিত রিভিউ রয়েছে এতে। ল্যান্ডস্কেপ ছবির জন্য সেরা ৫টি বিষয় উল্লেখ করা হয়েছে। এছাড়াও রয়েছে র এবং জেপেগ মোডের সুবিধা-অসুবিধা সম্পর্কে লেখা।
মুলত ডিজিটাল ফটোগ্রাফির পদ্ধতি, পরামর্শ, ডিজিটাল এসএলআরের বিভিন্ন ধরনের কাজ সম্পর্কে জানানো এই পত্রিকার কাজ। ফটোগ্রাফি বিষয়ক বিভিন্ন সফটঅয়্যারের টিউটোরিয়ালও এতে দেয়া হয়। পত্রিকাটি পুরোপুরি অলাভজনক, এমনকি এতে বিজ্ঞাপন পর্যন্ত দেয়া হয় না। পিডিএফ অথবা জিপ ফরম্যাটের পত্রিকাটি বিনামুল্যে ডাউনলোড করা যাবে এখান থেকে;
আগের সংখ্যাগুলিও ডাউনলোড করা যাবে এখান থেকেই।
No comments:
Post a Comment