এলজি মাইক্রোসফট উইন্ডোজ ফোন ৭ ব্যবহার করে যে স্মার্টফোন তৈরী করতে যাচ্ছে তার কোডনেম প্যানথার। এবছরই সেপ্টেম্বরে বাজারে পাওয়া যাবে বলে শোনা যাচ্ছে। দেখা যাচ্ছে উইন্ডোজ ফোন ৭ ব্যবহারযোগ্য ফোন নির্মানের ক্ষেত্রে এলজি প্রথম থেকেই এগিয়ে থাকতে যাচ্ছে।ছবিতে দেখা গেছে এতে ফুল কিবোর্ড রয়েছে। এতে ১ গিগাহার্টজ অথবা আরো বেশি দ্রুততার প্রসেসর থাকবে এবং ডব্লিউভিজিএ অথবা আরো বেশি রেজ্যুলুশনের ডিসপ্লে থাকবে। এছাড়া ৫ মেগাপিক্সেল ক্যামেরা, এলইডি ফ্লাশ, মাইক্রো ইউএসবি, ৩.৫ মিমি অডিও জ্যাক এসব থাকবে।
এর আগে এলজি এপোলো নামে আরেকটি ফোনের কথা শোনা গেছে। তাতে ৫ মেগাপিক্সেল ক্যামেরার সাথে হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডিং সুবিধা থাকবে বলে জানা গেছে।
No comments:
Post a Comment