উত্তর কোরিয়া গ্রাফিকাল ইউজার ইন্টারফেসসহ তাদের নিজস্ব লিনাক্স অপারেটিং সিষ্টেম তৈরী করেছে যা অনেকটাই মাইক্রোসফট উইন্ডোজের মত। এর নাম রেড ষ্টার। মিখাইল নামের এক রাশিয়ান ছাত্র উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়াং থেকে এর কপি কিনেছে ৫ ডলারে। সে এর একটি সংক্ষিপ্ত রিভিউ প্রকাশ করেছে রাশিয়ান এম্বাসীর ইন্টারনেট সংযোগ ব্যবহার করে। প্রকাশিত হয়েছে রাশিয়ার ওয়েবসাইট রাশিয়া-টুডেতে এবং এই খবর দিয়েছে রাশিয়ার টেলিভিশন।মিখাইল উত্তর কোরিয়ার কিম ইল সুং ইউনিভার্সিটির ছাত্র। এই অপারেটিং সিষ্টেম সম্পর্কে সে কয়েকটি পোষ্ট প্রকাশ করেছে। একে ব্যবহারযোগ্য ভার্শন হলেও ফাইনাল বলা হচ্ছে না। এটি ইনষ্টল করা খুব সহজ। মাত্র ১৫ মিনিটে ইনষ্টল করা যায়। একে একমাত্র কোরিয়ান ভাষা ব্যবহার করা যায়।
অপারেটিং সিষ্টেম দেখতে মাইক্রোসফট উইন্ডোজের কে-ডেস্কটপ এনভারনমেন্ট (কেডিই) এর মত। এতে ব্যবহৃত রেড ষ্টার ব্রাউজার মোজিলা ফায়ারফক্সের মত। এতে উত্তর কোরিয়ার নিজস্ব নেটওয়ার্ক ব্যবহার করা যায়।
রেড ষ্টারের অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ওয়ার্ড প্রসেসর, ইমেইল ক্লায়েন্ট, এন্টিভাইরাস, মাল্টিমিডিয়া প্লেয়ার এবং কিছু গেম।
No comments:
Post a Comment