যারা ছবি উঠান তাদের অনেকের কাছেই সাটার রিলিজ বাটন টিপ দেয়া নিয়ে ভাবতে হয়। কারন এসময় সামান্য হলেও হাত কেপে যায়। বহুদিন অভ্যাস করে সেটা রপ্ত করতে হয় অথবা বিভিন্ন ধরনের ব্যবস্থা থেকে পছন্দমত কিছু খুজে নিতে হয়। এজন্য ইনফ্রারেড পোর্টও রয়েছে ক্যামেরাগুলিতে। এই পোর্টকেই কাজে লাগিয়েছে নোকিয়া এন৯০০।
পরীক্ষাটি করে হয়েছে নাইকন ডি-৪০ ক্যামেরায় যা বেশ কয়েক বছর আগের মডেল। অন্যান্য আইআর পোর্টসহ ক্যামেরায়ও এই পদ্ধতি কাজ করবে ধরে নেয়া যায়।
No comments:
Post a Comment