তাদের পক্ষ থেকে বলা হয়েছে সফটঅয়্যারটি ব্যবহারের আগে সেই হ্যান্ডসেটের সর্বশেষ ফার্মঅয়্যার আপগ্রেড করে নিতে। পুরনো ফার্মঅয়্যার সঠিক ফল নাও দিতে পারে।
এটা ব্যবহার করে নেটওয়ার্ক কভারেজ, ব্যাটারী চার্জার এমনকি স্পিকার কিংবা হেডফোন পরীক্ষা করা যাবে। সফটঅয়্যারটি এখনও নির্মানাধীন। যেমন জিপিএস পরীক্ষার বিষয়টি এখনও যোগ করা হয়নি। নতুন কোন বিষয়ে পরামর্শও দিতে পারে নোকিয়াকে।
ডাউনলোডের ঠিকানা http://betalabs.nokia.com/apps/nokia-diagnostics
No comments:
Post a Comment