আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ব্লুটুথ ৩.০ ব্যবহার করা ফোন বাজারে আসতে যাচ্ছে। স্যামসাং এর তৈরী এসএইচডাব্লিউ-এম১২০এস স্মার্টফোনে এই নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফিচার অনুযায়ী এন্ড্রয়েড অপারেটিং সিষ্টেমের এই ফোনে ৩.৩ ইঞ্চি এমোলেড ডিসপ্লে, ৫ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা এবং ভিজিএ ভিডিও রেকর্ডিং সুবিধে থাকবে।অন্যান্যদের মধ্যে এক্সিলারোমিটার থাকবে। এছাড়া টিভি টিউনার, ওয়াইফাই এবং জিপিএস থাকবে বলে জানা গেছে।
কিছুদিন আগে স্যামসাং ৩.৭ ইঞ্চি সুপার এমোললিড এম১০০এস এর ঘোষনা দিয়েছিল। এতে যে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে তা মানের দিক থেকে অনায়াসে অন্য সবাইকে পেছনে ফেলতে পারে। এরপরই নতুন এই ফোনের ঘোষনা শোনা গেল।
এতে কোরিয়ান ষ্ট্যান্ডার্ডের টিভির কথা জানা গেছে। বাকি বিশ্বের ভার্শনের কথা এখনো জানা যায়নি। এর ছবি পাওয়া যায়নি এবং দামও জানা যায়নি।
No comments:
Post a Comment