কথা উঠেছে বিভিন্ন ইন্টারনেট সেবাদানকারী যে বিজ্ঞাপন দেন পিক আওয়ারে তার প্রায় অর্ধেক গতি পাওয়া যায়। এনিয়ে গত সেপ্টেম্বরে এফসিসি আলোচনায় বসে এবং তারই ফলম্বরুপ এই ব্যবস্থা।
এছাড়া কোথায় কোথায ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যবস্থা নেই সেতথ্যও সংগ্রহ করছে এফসিসি। ব্যবহারকারী ইচ্ছে করলে তাদের কাছে ইমেইল করে যেন তথ্য দিতে পারেন সে ব্যবস্থাও রাখা হয়েছে।
No comments:
Post a Comment