কিছুদিন ধরেই মাইক্রোসফটের কর্মকর্তারা বলে আসছিলেন তাদের সফটঅয়্যারের কাজ শেষের দিকে এবং এবছর জুনের দিকে তা বাজারে ছাড়া হবে। এর রিলিজ ক্যান্ডিডেট (আরসি) নামে প্রায় চুড়ান্ত ভার্শন বর্তমানে ব্যবহারের জন্য দেয়া হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে রিলিজ টু ম্যানুফ্যাকচারিং (আরটিএম) ভার্শন পাওয়া যাবে। মাইক্রোসফট তাদের অফিস ২০০৭ ক্রেতাদের জন্য বিনামুল্যে আপগ্রেডের সুযোগও চালু করেছে। এজন্য অফিস ২০০৭ কিনে মার্চ ৫ থেকে সেপ্টেম্বর ৩০ এর মধ্যে একটিভেট করতে হবে।
এদিকে ডকভারস নামে মাইক্রোসফট থেকে চলে যাওয়া কিছু ব্যক্তির প্রতিস্ঠানকে গুগল কিনে নিয়েছে বলে জানা গেছে। ডকভারসের মাধ্যমে অফিস ২০১০ এর মত কাজ সরাসরি অনলাইনে করা যায়।
মাইক্রোসফট নিজে অফিস লাইভ ওয়ার্কস্পেস নামে একটি ব্যবস্থায় অনলাইনে অফিস ব্যবহারের সুযোগ রেখেছে সেটাও নিশ্চয়ই জানেন।
No comments:
Post a Comment