গুরুত্বপুর্ন এক মামলার রায় হলিউডের ফিল্ম ষ্টুডিওর বিপক্ষে গেছে। তারা অষ্ট্রেলিয়ার এক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের (আইআইনেট) বিরুদ্ধে মামলা করে বলেছিল তাদের গ্রাহকদের ভিডিও ডাউলোডে সহায়তা করার জন্য তারা দায়ী। বিচারক তাদের বিপক্ষে রায় দিয়েছেন। ইন্টারনেট পাইরেসির বিরুদ্ধে তাদের চেষ্টার ক্ষেত্রে এটা একটা বড় আঘাত। বিচারক রায়ে বলেছেন, তাদের ডাউনলোড করার অনুমতি নেই এটা ঠিক কিন্তু এটা বন্ধ করার সামর্থ্যও তাদের নেই। কপিরাইট ভঙ্গ হচ্ছে এটা যাচাই করার মত সামর্থ্য তারা অর্জন করেনি।মামলাটি করেছিল ওয়ার্নার, ডিজনি, প্যারামাউন্ট, কলাম্বিয়া, টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স এর মত বড়বড় ষ্টুডিও। ২০০৮ সালে হাজার হাজার মুভি এবং টিভি সিরিয়াল ডাউনলোড করার অভিযোগে তারা মামলা করে। বিচারক বলছেন মামলাটি এখানেই শেষ। এখন ষ্টুডিওগুলিকেই এই মামলার যাবতীয় খরচের টাকা দিতে হবে।
No comments:
Post a Comment