January 6, 2010

স্কাইপি দিয়ে টিভিতে ভিডিও কল Skype to offer HD video calling on TVs

টেলিভিশন ব্যবহার করে হাই ডেফিনিশন ভিডিও কল, মানে, যারসাথে কথা বলবেন তার ছবি টিভিতে দেখা যাবে, শুনতে অবাক লাগতে পারে। একাজটি করতে যাচ্ছে স্কাইপি। অবশ্য এজন্য এমন টিভি প্রয়োজন হবে যা ইন্টারনেট ব্যবহার করতে পারে। এবং এধরনের টিভি বাজারে পাওয়া যায়।
স্কাইপি জানিয়েছে প্যানাসনিকের ২০১০ ভিয়েরা কাষ্ট এনাবল্ড এইচডি টিভি এবং এলজির প্লাজমা এইচডি টিভির সাথে তাদের ওয়েবক্যাম দিয়ে নেটকাষ্ট এন্টারটেইনমেন্ট এক্সেস ব্যবহার করে একাজ করা যাবে। দুটি কোম্পানীর টিভিই ৭২০পি ভিডিও ব্যবহার করে।
স্কাইপির মালিকানা ছিল ই-বের। গত নভেম্বরে তারা এটি বিক্রি করে দেয় এক বিনিয়োগ কোম্পানীর কাছে। এখন তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যারা কম্পিউটারের মাধ্যমে স্কাইপি ব্যবহার করেন তারা টিভির মাধ্যমে কাজটি করতে পারবেন।
একাজের জন্য দ্রুতগতির ইন্টারনেট সংযোগ প্রয়োজন হবে, তাদের তৈরী ওয়েবক্যাম প্রয়োজন হবে (এখনও বাজারে আসেনি, দ্রুতই ছাড়া হবে), ১.৮ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসরের কম্পিউটার প্রয়োজন হবে এবং উইন্ডোজের জন্য স্কাইপি ৪.২ বেটা সফটওয়্যার প্রয়োজন হবে। ম্যাক ভার্শন সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি।
এতে ব্যবহার উপযোগি ফেসভিশন এবং ষ্টোর সলিউশন এর ওয়েবক্যাম ফেব্রুয়ারী-মার্চে বাজারে পাওয়া যাবে বলেও জানানো হয়েছে।

No comments:

Post a Comment