এবছরই ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডে থ্রিডি টিভি সম্প্রচার শুরু করবে স্কাই টিভি। এপর্যন্ত ঘোষনা করা থ্রিডি চ্যানেলের মধ্যে এটা তৃতীয় ঘটনা। এরআগে ইএসপিএন এবং ডিসকভারি থ্রিডি সম্প্রচারের ঘোষনা দিয়েছে।স্কাই টিভি স্কাই প্লাস এইচডি বক্সের সাহায্যে এই ব্যবস্থা প্রবর্তন করবে। বর্তমান এই ব্যবস্থার গ্রাহকের সংখ্যা ১৬ লক্ষ। বর্তমানে হাই-ডেফিনিশন ভিডিও সরাসরি দেখা গেলেও থ্রিডি দেখার জন্য বিশেষ ধরনের চশমা ব্যবহার করতে হবে। অল্পদিনের মধ্যেই এগুলি বাজারে বিক্রি শুরু হবে।
No comments:
Post a Comment