November 19, 2009

ইন্টারনেট এক্সপ্লোরার ৯ Microsoft Internet Explorer 9

শীর্ষস্থানে থাকা ইন্টারনেট ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরারের নতুন ভার্শন ৯ এর নমুনা দেখিয়েছে মাইক্রোসফট প্রতিযোগিতায় দ্রুতগতিতে এগিয়ে আসা ফায়ারফক্স, সাফারী, ক্রোম এদের সাথে ব্যবধান টিকিয়ে রাখতে মাইক্রোসফট আগ্রহি, সেটাই যেন প্রকাশ পেয়েছে এতে

নতুন ভার্শনে এক্সিলারেশনের জন্য বিশেষ পদ্ধতিতে কম্পিউটারের অব্যবহৃত শক্তিকে কাজে লাগানো হবে যা অন্য ব্রাউজারগুলি ভিন্নভিন্নভাবে ব্যবহার করছে যেমন গুগলের নেটিভ ক্লায়েন্ট পিসির প্রসেসরের শক্তি ব্যবহার করে, মোজিলার ফায়ারফক্স ওয়েবজিএল ব্যবহার করে থ্রিডি গ্রাফিক্সের জন্য মাইক্রোসফট ব্যবহার করবে মাইক্রোসফট ডিরেক্টটুডি ইন্টারফেস

মাইক্রোসফট নতুন পদ্ধতিতে পারফরমেন্সের ভিডিও দেখিয়েছে দেখানো হয়েছে আগের পদ্ধতিতে ৫ থেকে ১০ ফ্রেম/সে ভিডিও ব্যবহারে প্রসেসরের ৫০ থেকে ৬০ ভাগ শক্তি ব্যবহৃত হয় ডিরেক্টটুডি ব্যবহারে ৪০ থেকে ৬০ ফ্রেম/সে ব্যবহার করা যায় প্রসেসরের সেই পরিমান শক্তিতে

নতুন ভার্শনে জাভাস্ক্রিপ্ট আরো দ্রুত ব্যবহারের ব্যবস্থা করা হবে কম্পাটিবিলিটি সংক্রান্ত বিষয়গুলি ঠিক করা হবে

No comments:

Post a Comment