মোবাইল ফোনের ক্ষেত্রে একটি বিরল ঘটনা, সনি এরিকশনের দুটি ফোন বৃটেনের বাজার থেকে প্রত্যাহার করা হয়েছে। প্রথমে বহুল প্রচারিত সাটিও, এরপর অভিযুক্ত হল আইনো। এদের বিরুদ্ধে অভিযোগ এগুলি ত্রুটিযুক্ত।
সাটিও সম্পর্কে অভিযোগ ছিল তার সফটঅয়্যারের বিষয়ে। আইনো সম্পর্কে অভিযোগ এর টাচস্ক্রিন ঠিকমত কাজ করে না। বিক্রেতারা বিক্রি বন্ধ করে দিয়েছেন এবং আশাপ্রকাশ করেছেন সনি এরিকশন দ্রুতই এর সমাধান করে দেবে। বড়দিনের ঠিক আগের মুহুর্তে এধরনের ঘটনা নির্মাতা কোম্পানী এবং বিক্রেতা সকলের জন্যই হতাশাজনক।
যারা এরইমধ্যে এই সেটগুলি কিনেছের তাদের সেটগুলি পালটে দেয়া হবে। তবে আশার কথা, আইনো বিক্রি হয়েছে খুবই কম। ফলে পাল্টানোর কাজটি তুলনামুলক সহজ।
No comments:
Post a Comment