সনি প্রথমবারের মত এভিসি-এইচডি ফরম্যাটের প্রফেশনাল ক্যামেরার ঘোষনা দিয়েছে। এতে মেমোরী ষ্টিক প্রো ডুয়ো কার্ডে হাই-ডেফিনিশন ভিডিও রেকর্ড হবে। NXCAM নামের এই ক্যামেরার প্রোটোটাইপ প্রদর্শন করেছে তারা।
এতে তাদের জি-লেন্স ব্যবহার করা হবে। অপটিক্যাল জুম ২০এক্স, তিনটি ১/৩ ইঞ্চি সিমোস সেন্সর এগুলি তাদের HVR-Z5U মডেলের কথাই মনে করিয়ে দেয়। পার্থক্য টেপের বদলে এতে দুটি মেমোরী ষ্টিক কার্ড স্লট। এছাড়া অপশনাল ১২৮গিগাবাইট ফ্লাশ মেমোরীও নেয়া যাবে।
ফুল ১৯২০-১০৮০ হাই ডেফিনিশন (২৪এমবিপিএস) ক্যামেরায় ৬০আই, ২৪পি এবং ৩০পি মোডে রেকর্ড করা যাবে। এছাড়া ৭২০/৬০পি অপশনও থাকবে। এভিডি-এইচডি ফরম্যাটের পাশাপাশি এই ক্যামেরা সরাসরি ডিভিডির এমপেগ-২ ফরম্যাটেও রেকর্ড করতে পারবে।
আগামী বছরের শুরুতেই এটা বাজারে পাওয়া যাবে। দাম জানানো না হলেও ধারনা করা হচ্ছে HVR-Z5U এর কাছাকাছি হবে।
No comments:
Post a Comment