একেভিস তাদের ফটো থেকে ড্রইং এর প্লাগ-ইন স্কেচ এর নতুন ভার্শন ১০ বাজারে ছেড়েছে। সাদা-কালো অথবা রঙিন যে কোন ছবিকে খুব সহজে পেনসিল, ওয়াটারকালার, চারকোল প্যাষ্টেল ইত্যাদি ড্রইং এ পরিনত করার জন্য এই সফটওয়্যার পরিচিত।
নতুন ভার্শনে ছবির সাথে টেক্সট যোগ করার ব্যবস্থা রাখা হয়েছে, ক্যানভাসে টেক্সচার ব্যবহার করা যাবে, লাইনের ইনটেনসিটি এবং ডিটেইল নিয়ন্ত্রন করার জন্য এজ ষ্ট্রেন্থ নামে নতুন ট্যাব যোগ করা হয়েছে, ৩টি নতুন প্রিসেট যোগ করা হয়েছে।
নতুন ভার্শন ফটোশপ ৬৪ বিট ভার্শনে কাজ করবে। এছাড়া ফটোশপ এলিমেন্ট ৮ এর সাথেও ব্যবহার করা যাবে। উইন্ডোজের নতুন ভার্শন ৭ এবং ম্যাক স্লো লেপার্ডে ব্যবহার করা যাবে।
ভার্শন ৯ ব্যবহারকারীরা বিনামুল্যে আপগ্রেড করার সুযোগ পাবেন। ডাউনলোড করা যাবে এখান থেকে,
No comments:
Post a Comment