November 28, 2009

ওয়েবক্যাম দিয়ে থ্রিডি মডেল Making 3D models with just a webcam an ProFORMA


যারা থ্রিডি নিয়ে কাজ করেন বা করতে আগ্রহি তারা খুব ভালভাবেই জানেন মডেল তৈরীর জন্য কি পরিমান সময় এবং শ্রম ব্যয় করতে হয়। কেমন হয় যদি ক্যামেরা ব্যবহার করে মুহুর্তের মধ্যে মডেল তৈরী করা যায় ? একাজটিই করছে প্রোফরমা নামের সফটওয়্যার। বেশ কিছুদিন আগে এর ডেমো দেখানো হয়েছে। নির্মাতারা বলছেন আগামী কয়েক মাসের মধ্যেই এটি পাওয়া যাবে।

এখানে কি কি ব্যবহৃত হয় একবার জেনে নিন। প্রোফরমা সফটওয়্যার, ওয়েবক্যামেরা এবং মোবাইল ফোন। মুহুর্তে যে কোন যায়গার থ্রিডি রূপ দেখা যাবে। থ্রিডি ইমেজকে আপনি কোথাও ব্যবহার করবেন এটা আর কোন সমস্যাই না।

এর ব্যবহার কোথায় হতে পারে সে নিয়ে আগ্রহ থাকতেই পারে। আপনি গুগল ম্যাপে যায়গার ম্যাপ দেখার সুযোগ পান। এর মাধ্যমে সত্যিকারের ঘরবাড়ি-গাছপালা-রাস্তাঘাট দেখা যাবে। তবে সত্যিকারের ব্যবহার হবে থ্রিডি এনিমেশনে কিংবা সিনেমায়। অভিনেতা ক্যামেরার সামনে অভিনয় করবেন আর নির্মাতা সেটাকে এনিমেটেড ছবি হিসেবে ব্যবহার করবেন।

বর্তমানে কাজ চলছে লিনাক্স এর সাথে ব্যবহারের জন্য। উইন্ডোজের জন্যও দ্রুতই সফটওয়্যার তৈরী করা হবে।

No comments:

Post a Comment