বিশ্বের চতুর্থ বৃহত্তম কম্পিউটার নির্মাতা লেনোভো গতবছর তাদের মোবাইল ফোন তৈরীর ইউনিট বিক্রি করে দিয়েছে কম্পিউটারের দিকে বেশি জোর দেয়ার কারনে। এখন আবার সেটা কিনে নিচ্ছে মোবাইল ফোন তৈরী করবে বলে। তারা বলছে, মোবাইল ফোনের বাজার দ্রুত বাড়ছে এবং এদিকে আরো অনেক প্রসারের সুযোগ রয়েছে।
বেইজিংভিত্তিক এই কোম্পানী জানিয়েছে তারা তাদের বিক্রি করা মোবাইল ফোনের সম্পদ কিনদে তারা ২০ কোটি ডলার ব্যয় করছে। এটি তাদের কাছ থেকে কিনেছিল হংকং এর বিনিযোগকারীরা।
অন্যান্য কম্পিউটার কোম্পানীর মত লেনোভো অর্থনৈতিক মন্দায় কাবু হয়ে পড়েছিল। কিন্তু সাম্প্রতিক মাসগুলিতে তাদের ব্যবসা খুবই ভাল। আয়ের পরিমান গত বছরের একই সময়ের তুলনায় প্রয়ি দ্বিগুন। বছরের তৃতীয় ভাগে তাদের লাভ প্রায় সাড়ে ৫ কোটি ডলার।
No comments:
Post a Comment