দ্বিতীয়বারের মত আইফোনের ভাইরাস পাওয়া গেছে। ব্যবহারকারীর অজান্তে ফোনের দখল নিয়ে ইন্টারনেট কানেকশনের সাথে ব্যবহার করেছে হ্যাকার। নেদারল্যান্ডে পাওয়া এই ভাইরাস বিশেষজ্ঞরা পরীক্ষা করছেন বলে জানিয়েছেন।
যতদুর জানা গেছে এর মাধ্যমে ব্যাংকের পাশওয়ার্ড সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। আইফোন ব্যবহারকারী ব্যাংকের সাথে যোগাযোগ করলেই সেই তথ্য তখন Duh নামের এই ওয়ার্ম তাকে অন্য সাইটে পাঠিয়ে দিচ্ছে যা দেখে মনে হচ্ছে হ্যাকারের কাজ। নেদারল্যান্ডের ব্যাংক নিশ্চিত করেছে যে তাদের ওয়েবসাইটে হামলা করার মাধ্যমে তাদের সুনাম নষ্টের চেষ্টা করা হয়েছে। তবে এখন পর্যন্ত ব্যাংকের কোন গ্রাহক অভিযোগ করেনি। বলা হচ্ছে এটা নিশ্চিতভাবেই অর্থ লাভের উদ্দেশ্যে করা হয়েছে এবং নেদারল্যান্ড থেকে অন্য যায়গায় ছড়াতে পারে।
এর আগে অষ্ট্রেলিয়ায় পাওয়া এবং এই ভাইরাস দুটিই কাজ করেছে আণলক (জেলব্রেক) করে ব্যবহার করা আইফোনে। এপল সবসময়ই যার বিরুদ্ধে প্রচার চালায়। এখন পর্যন্ত অনুমোদিত আইফোনের হ্যাক করার ঘটনা ঘটেনি।
No comments:
Post a Comment