বিনামুল্যে সফটওয়্যার, মুভি, গেম, মিউজিক ডাউনলোডের জন্য এর অন্যতম টরেন্টসাইট মিনিনোভা ২৬ নভেম্বর থেকে বন্ধ হয়ে গেছে। কপিরাইট মামলার রায়ের প্রেক্ষিতে অত্যন্ত জনপ্রিয় এই পিয়ার টু পিয়ার সাইট বন্ধ করে দেয়া হল।
এর আগে পাইরেট বে নিয়ে মামলা চলার পরও ভিন্নভাবে সেটি চালু রয়েছে। মিনিনোভা জানিয়েছে তারা আপিলের ফলের দিকে তাকিয়ে রয়েছে। তবে ব্যবহারকারীর জন্য হতাসাজনক খবর হল মুলত সাইটটি থেকে বর্তমানে কিছু ডাউনলোড করার সুযোগ নেই।
২০০৭ সালে এই সাইটটি চালু করা হয়েছিল ব্যবহারকারীদের আদান-প্রদানের মাধ্যমে ফাইল শেয়ার করার জন্য। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এটা ব্যবহার করত। বলা যায় ইন্টারনেটের ক্ষেত্রে একটা যুগের অবসান ঘটল এর মাধ্যমে।
No comments:
Post a Comment