ক্যাসিও নতুন একটি ক্যামেরা বাজারে ছেড়েছে যা পানিতে ভিজবে না, ধুলাবালিতে ক্ষতিগ্রস্থ হবে না, হাত থেকে আছড়ে পড়লে ক্ষতি হবে না, ঠান্ডায় (বরফে) জমে যাবে না। তাদের ভাষ্য অনুযায়ী এই ধরনের ক্যামেরার মধ্যে এটা সবচেয়ে পাতলা। বাইরের আবহাওয়া থেকে রক্ষা করার জন্য একে দুটি স্তরে তৈরী করা হয়েছে। বাইরের ষ্টেনলেস ষ্টিলের স্তরের ভেতরে ফাইবারগ্লাস যুক্ত পলিকার্বনেট দিয়ে তৈরী মুল অংশ তৈরী।
নামের এই ক্যামেরায় ১২.১ মেগাপিক্সেল সিসিডি সেন্সর ব্যবহার করা হয়েছে। এক্সিলিম ব্রান্ডের ৩-এক্স জুম লেন্স, ২.৭ ইঞ্চি ডিসপ্লে, ৮৪৮-৪৮০ পিক্সেল মুভি রেকর্ডিং ইত্যাদি রয়েছে এতে। ৩৫.৭ মেগাবাইট ইন্টারনাল মেমোরীর সাথে মাইক্রোএসডি/এসডিএইচসি কার্ড ব্যবহার করা যাবে। ইউএসবি ২.০ এবং হাই ডেফিনিশন ভিডিও আউটপুট ব্যবস্থা রয়েছে ক্যামেরায়।
এটা ক্যাসিওর জি সিরিজের প্রথম ক্যামেরা। ক্যামেরাটি লাল অথবা কালো রঙে পাওয়া যাবে। দাম ৩০০ ডলার।
No comments:
Post a Comment