October 21, 2009

স্যামসাং মেমোরী কার্ড তৈরী করছে Samsung Introduces Consumer Memory Cards

কোরিয়ান কোম্পানী স্যামসাং আগেও মেমোরী কার্ড তৈরী করেছে, তবে সেগুলি বিক্রি হয়েছে অন্য কোম্পানীর নামে এখন থেকে তারা নিজেদের নামে মেমোরী কার্ড বিক্রি করবে এই কার্ডগুলি থেকে যেন তথ্য নষ্ট না হয় সেজন্য এগুলি শকপ্রুফ, ওয়াটারপ্রুফ এবং ম্যাগনেটিক রেজিষ্ট্যান্ট হিসেবে তৈরী হবে এমাসেই তাইওয়ানে এর বিক্রি শুরু হবে

স্যামসাং জানাচ্ছে মেমোরী কার্ডের ব্যবহার ক্রমেই বাড়ছে তথ্য সেকথাই বলে কারন গতবছর ৫১ ভাগ মোবাইল ফোনে কার্ড স্লট থাকত আই-সাপ্লাই এর গবেষনায় দেখা গেছে ২০১১ সাল নাগাদ এই সংখ্যা দাড়াবে ৬১ ভাগ

স্যামসাং এর প্রিমিয়াম প্লাস কার্ড বর্তমানের এসডি ক্লাস ৬ রেটিং এ কাজ করছে এছাড়া মাইক্রো এসডি, কম্প্যাক্ট ফ্লাশ হিসেবেও পাওয়া যাবে এগুলির ধারনক্ষমতা হবে ৪, ৮ এবং ১৬ গিগাবাইট প্রিমিয়াম প্লাস কার্ডগুলির রিড স্পিড ১৭ মেবা/সে এবং কম্প্যাক্ট ফ্লাশ কার্ডের ক্ষেত্রে ৪৫ মেবা/সে হবে

No comments:

Post a Comment