এখন আইফোন ব্যবহারকারীরা তাদের ফোনেই ফটোশপ ব্যবহার করতে পারবেন। ফটোশপ মোবাইল নামে আইফোনের জন্য বিশেষ ভার্শনের কথা জানিয়েছে এর নির্মাতা এডবি।
ফটোশপ মোবাইলে খুব সহজেই ছবিকে ফুলস্ক্রিনে দেখা যাবে এবং আঙুলের চাপ দিয়ে বিভিন্ন ধরনের পরিবর্তন করা যাবে। যার মধ্যে রয়েছে ইমেজকে ঘুরানো, অপ্রয়োজনীয় অংশ বাদ দেয়া, রং এবং আলো ঠিক করা ইত্যাদি সবকিছুই। এছাড়া এতে অনেকগুলি স্পেশাল ইফেক্ট রয়েছে। ফটোকে ড্রইং এ পরিনত করা, সফট ফোকাস, ওয়ার্ম ভিনটেজ, ভিগনেটি ইত্যাদি কাজ করা যাবে। মুল ছবির ক্ষতি না করেই করা যাবে কাজগুলি।
সফটওয়্যারটি এপল সফটওয়্যার সাইট থেকে বিনামুল্যে ডাউনলোড করা যাবে।
Unfortunate, its not available in Bangladesh.
ReplyDelete