নিক-সফট তাদের পুরস্কার বিজয়ী কালার এবং লাইট কন্ট্রোল প্লাগ-ইন ভিভেজা এর নতুন ভার্শন ২.০ এর ঘোষনা দিয়েছে। এই প্লাগ-ইন ফটোশপ, লাইটরুম, এপল এপারচার ইত্যাদির সাথে ব্যবহার করা হয়। ডিসেম্বর থেকে এই প্লাগ-ইন বাজারে পাওয়া যাবে।
নতুন ভার্শন নিক-সফটওয়্যারের ইউ-পয়েন্ট প্রযুক্তিকে আরো ভালভাবে ব্যবহার করে আরো নিখুতভাবে কাজ করবে। সিলেকশন পদ্ধতি সহজ করার কারনে আগের মত লেয়ার মাস্ক কিংবা জটিল সিলেকশনের মধ্যে যেতে হবে না। সরাসরি ক্লিক করে নির্দিষ্ট যায়গা সিলেক্ট করে ব্রাইটনেস, কন্ট্রাষ্ট, স্যাচুরেশন, ষ্ট্রাকচার, রেড-গ্রিন-ব্লু, হিউ ইত্যাদি পরিবর্তন করা যাবে।
সফটওয়্যারটি বিক্রি হবে ১৯৯.৫০ ডলাবে। আগের ভার্শন থেকে আপডেট করতে খরচ হবে ৯৯.৫০। যারা ২২ সেপ্টেম্বরের পর আগের ভার্শন কিনেছেন তারা বিনামুল্যে আপডেট করার সুযোগ পাবেন।
No comments:
Post a Comment