৩০ বছর আগে এমো রুবিক এক ধাধার যন্ত্র বানিয়েছিলেন যা বিশ্বের সবচেয়ে বেশি মাথা ঘামানোর খেলনায় পরিনত হয়। মানুষ এটা নিয়ে এতই সময় কাটাতো যে একসময় মার্কিন সেনাবাহিনীতে আইন করে এর ব্যবহার বন্ধ করা হয়। টাচ-কিউব নামে রুবিক কিউবের ডিজিটাল ভার্শন বাজারে আসতে যাচ্ছে। টেকনো সোর্স নামে একটি কোম্পানী এটা তৈরী করছে।
টাচ-কিউবের আকার এবং ওজন মুল রুবিক কিউবের চেয়ে বেশি। এর ওপর আঙুল দিয়ে টান দিয়ে যে কোন সারি ঘুরানো যাবে। । অক্টোবর থেকেই টাচ-কিউব বাজারে পাওয়া যাবে। এর দাম ১৫০ ডলার। উল্লেখ করা যেতে পারে যে মুল রুবিক কিউবের দাম ছিল ১০ ডলারের মধ্যে।
এরই মধ্যে যারা টাচ-কিউব ব্যবহারের সুযোগ পেয়েছেন তারা কিছু সমস্যার কথা তুলে ধরেছেন। যেমন এতে আঙুলের সামান্য ছোয়াতেই পরিবর্তন হয়, যা হয়ত ব্যবহারকারী চান না। আন-ডু ফিচার দিয়ে আগের অবস্থায় ফেরত যায় তবে ততক্ষনে ব্যবহারকারী পরবর্তি চালের পরিকল্পনা ভুলে যেতে পারেন।
এছাড়া এর শুধুমাত্র ওপরের তলে পরিবর্তন করা যায়। অভিজ্ঞ রুবিক কিউব ব্যবহারকারী কিউব না ঘুরিয়ে, না দেখে পাশের বা নিচের তলের সারি পরিবর্তন করেন।
আইফোনের যুগে ডিজিটাল রুবিক কিউব কতটা জনপ্রিয় হয় সেটাই দেখার।
No comments:
Post a Comment