আপনার হাতে রয়েছে ২০ এক্স জুমের ক্যামেরা যা দিয়ে বহু দুরের ছবি যেমন উঠাতে পারেন তেমনি ফুলের ওপর বসে থাকা ফড়িং এর মাথার ছবিও উঠাতে পারেন। ঠিক কিভাবে ব্যবহার করলে ক্যামেরা থেকে ভাল ফল পাবেন জেনে নিন।
কাছে যান : জুমের ৫০০ মিমি কিংবা আরো বেশি যা রয়েছে সেটা ব্যবহার করে বিষয়ের একেবারে কাছে যান। গাছে বসে থাকা পাখির ছবি উঠানোর জন্য পুরো গাছ উঠানোর প্রয়োজন নেই, শুধুমাত্র পাখির ছবি যতটা সম্ভব বড় করে উঠান।
হাতকাপার দিকে লক্ষ্য রাখুন : ২০ এক্স কিংবা আরো বেশি জুম ব্যবহারের সময় হাতের সামান্য নড়াচড়ায় ঝাপসা ছবি পাওয়া যাবে। বর্তমানের সব ক্যামেরাতেই ইমেজ ষ্ট্যাবিলাইজেশন নামের একটি ফিচার দেয়া হয় তার হাত থেকে বাচার জন্য। সেটা ব্যবহার করুন। হাতকে যতটা সম্ভব স্থির রাখতে চেষ্টা করুন। যতটা সম্ভব বেশি সাটার স্পিড ব্যবহার করুন। প্রয়োজনে ক্যামেরা রাখার ট্রাইপড ব্যবহার করুন।
অপ্রয়োজনীয় অংশ বাদ দিন : ছবি উঠানোর সময় একেবারে মাপমত না উঠিয়ে আশেপাশের কিছু অংশ সহ উঠান এবং পরে সেগুলি বাদ দিন। এর ফলে নিজের পছন্দমত কম্পোজিশন পাবেন।বর্তমানের অধিকাংশ ক্যামেরা ১০ থেকে ১২ মেগাপিক্সেল। কিছু অংশ বাদ দেয়ার পরও বড় ছবি পাওয়া যাবে।
ওয়াইড এঙ্গেল ব্যবহার করুন : আপনার ক্যামেরাটির পরিচয় সুপারজুম বলে ওয়াইড এঙ্গেলের কথা ভুলে যাবেন না। এক যায়গায় দাড়িয়ে সামনের পুরো বাগানের ছবি পাওয়া যাবে ওয়াইড এঙ্গেলে। কিংবা জুম ব্যবহার করে যেমন একজন খেলোযারের ছবি উঠাবেন তেমনি ওয়াইড এঙ্গেলে পুরো ষ্টেডিয়ামের ছবিও উঠান।
ক্যামেরা সম্পর্কে জানুন : ক্যামেরায় যাকিছু সুবিধে দেয়া হয়েছে সেগুলি ব্যবহার করতে চেষ্টা করুন। মাঝে মাঝেই সাথে দেয়া ম্যানুয়েল পড়ুন, নতুন কিছু শিখুন, তারপর সেটা কাজে লাগিয়ে ছবি উঠান।
No comments:
Post a Comment