August 12, 2009

ছোট আকারের ক্যামেরা ট্রাইপড Portable Camera Tripod

আপনি যদি ছোট আকারের পয়েন্ট এন্ড শ্যুট ক্যামেরা ব্যবহার করেন তাহলে নিশ্চয়ই জানেন বিশাল আকারের একটা ট্রাইপড বয়ে বেড়ানো কতটা কষ্টসাধ্য। আবার ট্রাইপড ছাড়া অল্প আলোতে কিংবা দুরের কোন বিষয়ের ছবি উঠানোর কথা ভাবা যায়না, ক্যামেরা কোম্পানীগুলি যতই ইমেজ ষ্ট্যাবিলাইজেশনের কথা বলুক। এই সমস্যার সমাধান দিচ্ছে ডিজিডুড। তারা একেবারে ছোট আকারের ট্রাইপড বিক্রি করছে। এগুলি দেখতে পুতুলের মত। এর মাথা খুলে ফেলুন, পা টেনে লম্বা করুন, ক্যামেরা সেট করুন। ব্যস, আপনার হাত কাপার সম্ভাবনা দুর হয়ে গেল।

ট্রাইপডগুলি ৫ টি ডিজাইনে ছাড়া হয়েছে। এদের প্রত্যেকের নিজস্ব নাম অভিব্যক্তি রয়েছে, নামগুলি হচ্ছে; Pinky Scorsese, Snot Buster, iChomp, G-bling-Money-Son, and BoltBot. অনলাইনে এদের প্রত্যেকের দাম ১৯.৯৯ ডলার। প্রতিটি ডিজিডুডের পা খোলা এবং ভাজ করার ব্যবস্থা রয়েছে, চাবির রিংএর মত আকৃতি দেয়া হয়েছে সহজে বহন করার জন্য।

কোয়ার্কি কম্যুনিটির এটি অষ্টম পন্য। যে কেউ নতুন আইডিয়া দিয়ে কোয়ার্কিতে (http://www.quirky.com/) অংশ নিতে পারেন। নতুন আইডিয়ার জন্য তারা দেয় ৯৯ ডলার। এছাড়া তাদের ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন পন্য সম্পর্কে মতামত জানাতে পারেন। যারা তাদের উৎসাহ দেন তাদের পেছনে আয়ের শতকরা ৩০ ভাগ ব্যয় করা হয়। প্রতি সপ্তাহে তারা একটি নতুন আইডিয়া গ্রহন করে।

No comments:

Post a Comment