অলিম্পাস ই-৬০০ নামে নতুন একটি কমদামের ক্যামেরার ঘোষনা দিয়েছে। একে তাদের জনপ্রিয় ই-৬২০ এর কমদামী সংস্করন হিসেবে দেখা হচ্ছে। এবছরই ফেব্রুয়ারীতে ই-৬২০ ছাড়া হয়েছিল। দুটি ক্যামেরার মধ্যে বড় ধরনের পার্থক্যে মধ্যে রয়েছে ই-৬২০ থেকে Backlit বাটন বাদ দেয়া। এটার ফলে অল্প আলোতি কিংবা রাতে কন্ট্রোলগুলি দেখার সুবিধে পাওয়া যেত। এছাড়া ফার্মওয়্যাল পাল্টে তিনটি আর্ট ফিল্টার বাদ দেয়া হয়েছে। এসব পরিবর্তনের ফলে দাম ১০০ ডলার কমানো সম্ভব হয়েছে।
এই ক্যামেরায় ১৩.১ মেগাপিক্সেল (১২.৩ ইফেকটিভ) সেন্সর ব্যবহার করা হয়েছে। আইএসও সেনসিটিভিটি ২০০ থেকে ৩২০০। একে সিএফ-১, ২, মাইক্রোড্রাইভ, এক্সডি ইত্যাদি কার্ড ব্যবহার করা যাবে।
অলিম্পাস ইডি-১৪-৪২ মিমি কিট লেন্স সহ এই ক্যামেরার দাম ৬০০ ডলার। নভেম্বর থেকে ক্যামেরাটি বাজারে পাওয়া যাবে।
No comments:
Post a Comment