নোকিয়া ল্যাপটপ বা নোটবুক তৈরী করবে এটা এতদিন ছিল জল্পনা। এখন ঘোষনা দিয়ে সেটা নিশ্চিত করল তারা। বিশ্বের সবচেয়ে বড় মোবাইল নির্মাতা কম্পিউটার তৈরী করছে। এর নাম নোকিয়া থ্রিজি বুকলেট। বলা হচ্ছে এটা সত্যিকারের বহনযোগ্য কম্পিউটার।
নোকিয়া থ্রিজি বুকলেট তৈরী হবে এটম প্রসেসর ব্যবহার করে। এটা প্রথম নেটবুক যা থেকে হাই ডেফিনিশন ভিডিও আউটপুটের ব্যবস্থা থাকবে। এর ব্যাটারী এক চার্জে ১২ ঘন্টা কাজ করবে। নাম থেকেই ধরে নেয়া যায় এতে থ্রিজি/এইচএসডিপিএ কানেকটিভিটি থাকবে। সাথে ওয়াই-ফাই। আরেকটি অবাক করা সংযোজন জিপিএস। নোকিয়া ম্যাপ ব্যবহার করা হবে এতে।
নোকিয়া থ্রিজি বুকলেটের স্ক্রীণ হবে ১০ ইঞ্চি, পুরুত্ব মাত্র ২০ মিমি। ওজন ১.২৫ কিলোগ্রাম। এতে সামনের দিকে ভিডিও ক্যামেরা এবং ব্লুটুথ ও থাকবে।
আগামী মাসে এর দাম এবং অন্যান্য তথ্য জানানো হবে।
No comments:
Post a Comment