ক্যাসিও দুটি নতুন ক্যামেরা বাজারে ছেড়েছে। ১২.১ মেগাপিক্সেল সেন্সরের এই আলট্রা কমপ্যাক্ট ক্যামেরাগুলি অনায়াসে পকেটে বহনযোগ্য। দুইয়ের মধ্যে সেন্সরের সামান্য পার্থক্য রয়েছে, জেড-৯০ এর জন্য ১২.৭০ মেগাপিক্সেল এবং জেড-৪৫০ এর জন্য ১২.৩৯ মেগাপিক্সেল। দুটি ক্যামেরাতেই এক্সিলিম লেন্স ব্যবহার করা হয়েছে। জেড-৪৫০ মডেলে ২৮ মিমি ওয়াইড এঙ্গেল এবং ৪-এক্স অপটিক্যাল জুম। এতে সেন্সর সিফট ইমেজ ষ্ট্যাবিলাইজেশন ব্যবহার করা হয়েছে। জেড ৯০ মডেলে ৩ এক্স জুম এবং ৩৫ মিমি ওয়াইড এঙ্গেল। এতে মেকানিক্যাল ইমেজ ষ্ট্যাবিলাইজেশন নেই।
দুটি ক্যামেরার আরো কিছু মিল এবং অমিল রয়েছে। দুটি মডেলেই অটোফোকাসের জন্য মাল্টি/স্পট অটোফোকাস এবং ফেস ডিটেকশন ব্যবহার করা হয়েছে তবে শুধুমাত্র জেড-৪৫০ মডেলে এসিষ্ট ল্যাম্প রয়েছে। ৪৫০ মডেলের ফ্লাশ ও ৯০ মডেল থেকে শক্তিশালি।
দুটি ক্যামেরাতেই ৩৭ মেগাবাইট ইন্টারনাল মেমোরী এবং এসডি/এসডিএইচসি কার্ড সাপোর্ট রয়েছে। নিজস্ব লিথিয়াম আয়ন ব্যাটারী ব্যবহার করে। ৪৫০ মডেল এক চার্জে ৫৫০ টি ছবি উঠাতে সক্ষম, অন্যদিকে ৯০ মডেল ছবি উঠাতে পারে ২৩০টি।
৪৫০ মডেল ক্যামেরার দাম ২০০ ডলার। অন্যদিকে ৯০ মডেলের দাম ১৫০ ডলার।
No comments:
Post a Comment