বর্তমান বিশ্বের এপলের আইফোন সবচেয়ে লোভনীয় হতে পারে, ফ্রান্সের কিছু ব্যবহারকারী সেটা মনে করছেন না। তারা বলছেন এটা বিষ্ফোরিত হতে পারে, হঠাৎ করেই ডিসপ্লে ভেঙে যেতে পারে। তবে নিজেদের তদন্তের পর এপল বলছে এজন্য তাদের দায়ী করা যায় না।
তারা বলছে প্রতিটি ঘটনা তারা তদন্ত করে দেখেছে। প্রতিটি ক্ষেত্রে বাইরে থেকে শক্তির প্রভাবে ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। তারা জানিয়েছে তারা অভিযোগ জানানো ফোনগুলি পাওয়ার জন্য অপেক্ষা করছে।
ভেঙে যাওয়ার অভিযোগের পাশাপাশি তারা আইফোন থ্রিজিএস মডেলের ব্যাটারী অতিরিক্ত গরম হয়ে যাওয়ার বিষয়টিও তদন্ত করেছে। সেক্ষেত্রেও তাদের মত, অস্বাভাবিক কিছু নেই।
ফ্রান্সের ফ্রাঙ্ক বেনিটন এর অভিযোগ তার স্ত্রীর ফোনসেটটি নিজে থেকেই ভেঙে গেছে। এটি হাত থেকে পড়েনি কিংবা কোনকিছুর সাথে আঘাতপ্রাপ্ত হয়নি।
ফ্রান্সের বানিজ্যমন্ত্রী এপলের সাথে আলোচনা করলেও কোন বক্তব্য দেননি। তবে ইউরোপিয়ান কমিশন Rapex নামে পরিচিত শতর্কতা জানিয়েছে। যার অর্থ বিপদজনক যন্ত্র।
No comments:
Post a Comment