August 23, 2009

অনলাইনে জীবন বিষয়ে এনসাইক্লোপিডিয়া Encyclopedia of life online

বিশ্বের ১৮ লক্ষ জানা প্রাণীর তথ্য জানানোর জন্য অনলাইন এনসাইক্লোপিডিয়া http://www.eol.org চালু করা হয় ২০০৭ সালে। ১০ বছরের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্য স্থির করা হয়েছিল। বর্তমানে এখানে তালিকাভুক্ত রয়েছে ১ লক্ষ ৭০ হাজার প্রানীর পরিচয় যা এক বছর আগে ছিল মাত্র ৩০ হাজার। ইওএল এর এক্সিকিউটিভ ডিরেক্টর জেমস এডওয়ার্ডস জানিয়েছেন তারা গতিপ্রাপ্ত হয়েছেন।

বর্তমানে এই সাইট সম্পর্কে নতুন যে তথ্য প্রকাশ করা হয়েছে তা হচ্ছে বিজ্ঞানীরা এখান থেকে প্রানীদের বয়স সম্পর্কে গবেষনার তথ্য পাচ্ছেন। এমনকি বিভিন্ন প্রানীর আয়ু পর্যালোচনা করে মানুষের বয়স্ক হওয়ার তথ্য বের করছেন। যেমন ফল খাওয়া কিছু প্রজাপতি অন্যদের চেয়ে বেশিদিন বাচে। আবার কোন প্রাণী কোন অঞ্চলে বিলুপ্তির সম্মুখিন এমন তথ্যও যাচাই করার যাচ্ছে এখান থেকে। বিজ্ঞানীদের কাজে এই সাইট ব্যবহারে জেমস সন্তোষ প্রকাশ করেছেন।

এতে ফসিল বিষয়ক তথ্য অন্তর্ভূক্ত করার কাজ চলছে। এই কাজের জন্য দুটি প্রতিষ্ঠান ১ কোটি ২৫ লক্ষ ডলার দান করেছে। সমস্যা হচ্ছে বিশ্বে প্রতি বছর ২০ হাজার নতুন প্রজাতির পরিচয় জানা যায় এবং বর্তমানে জানা প্রজাতি রয়েছে ১০ কোটির বেশি।

আপনিও এই সাইট ঘুরে দেখতে পারেন।

No comments:

Post a Comment