ক্যানন ৬টি নতুন মডেলের ক্যামেরা বাজারে ছেড়েছে। এদের মধ্যে ৩টি তাদের অত্যন্ত জনপ্রিয় ক্যামেরার আপগ্রেড। যেখানে রয়েছে সুপার জুম এসএক্স-১০ এর বদলে এসএক্স-২০, পকেট সুপারজুম এসএক্স-১১০ এর বদলি এসএক্স-১২০ এবং জি-১০ এর বদলি জি-১১। এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন সম্ভবত সেরা ক্যামেরা জি-১০ থেকে জি-১১। এতে ১৪.৭ মেগাপিক্সেল থেকে সেন্সরকে ১০ মেগাপিক্সেলে আনা হয়েছে। অনেকের মতে এটাই বাস্তবসম্মত।এতে অল্প আলোতে ভাল ছবি পাওয়া যাবে। এর দাম ঠিক করা হয়েছে ৫০০ ডলার।
সুপারজুম ক্যামেরা এসক্স-১০ এর ১০ মেগাপিক্সেল সেন্সর আপডেট করে ১২ মেগাপিক্সেল করা হয়েছে।এছাড়া এতে হাই-ডেফিনিশন ভিডিও রেকর্ড করার ব্যবস্থা করা হয়েছে। আইএসও সেনসিটিভিটি বাড়ানো হয়েছে।এর দাম আগের মতই ৪০০ ডলার।
পকেট সুপারজুম ক্যামেরা এসএক্স ১১০ এর সেন্সর ৯ মেগাপিক্সেল থেকে বাড়িয়ে ১০ করা হয়েছে। ১০ এক্স জুমের নতুন এসএক্স-১২০ এর দাম ২৫০ ডলার।
নতুন এস-৯০ মডেলের সাথে জি-১০ এর যথেষ্টই মিল পাওয়া যাবে। এতে ১০ মেগাপিক্সেল সেন্সর, ৩.৮ এক্স অপটিক্যাল জুম (২৮-১০৫ মিমি), টিল্ট/স্যুইভাল ৩ ইঞ্চি ডিসপ্লে। এর দাম ৪৩০ ডলার।
এসডি ৯৮০ ক্যাননের প্রথম টাচস্ক্রিণ ডিসপ্লের ক্যামেরা। এর সেন্সর ১২ মেগাপিক্সেল। ম্যাক্রো মোডে ৫ সেমি দুরত্বে ফোকাস করা সম্ভব এতে। ৫ এক্স অপটিক্যাল জুম, ইমেজ ষ্ট্যাবিলাইজেশন, হাই ডেফিনিশন ভিডিও ইত্যাদি সুবিধা সহ এই ক্যামেরার দাম ৩৩০ ডলার।
এসডি ৯৪০কে বলা যেতে পারে সবচেয়ে শক্তিশালি ওয়াইড এঙ্গেল ক্যামেরা। এতে মাত্র ৩ সেমি দুরত্বে ফোকাস করা যায়। ৪ এক্স জুম (২৮-১১২ মিমি), হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডিং, এসডি কার্ড সাপোর্ট ইত্যাদি সহ এই ক্যামেরার দাম ৩০০ ডলার।
No comments:
Post a Comment