ফটোশপ ব্যবহারকারীদের কাছে AKVIS একটি পরিচিত নাম প্লাগ-ইন তৈরীর জন্য। তারা তাদের স্কেচ সফটওয়্যারের নতুন ভার্শন ৯.০ বাজারে ছেড়েছে। এটা ব্যবহার করে ফটোগ্রাফ থেকে পেনসিল স্কেচ কিংবা জলরঙে আকা ছবিতে রূপান্তর করা যাবে। বর্তমান ভার্শনে নতুন এলগোরিদম ব্যবহারের ফলে সত্যিকারের পেনসিল এর চেহারা দেখা যাবে। এর কাজ হয় রিয়েল টাইম, অর্থাৎ আপনি কমান্ড দিয়ে দেখবেন কতটা পরিবর্তন হচ্ছে। যেখানে আপনার পছন্দ হবে সেখানে ESC কি চেপে থামিয়ে দেবেন। সরাসরি ব্যবহারের জন্য ৭-টি প্রিসেট দেয়া রয়েছে।
উইন্ডোজের বিভিন্ন ভার্শনের জন্য ছাড়াও ম্যাকের জন্য যেমন এই সফটওয়্যার পাওয়া যাবে তেমনি প্লাগ-ইন হিসেবেও পাওয়া যাবে।
১০ দিনের জন্য ব্যবহার উপযোগি ভার্শন বিনামুল্যে ডাউনলোড করা যাবে তাদের ওয়েবসাইট থেকে। ঠিকানা ; http://akvis.com/en/sketch/index.php
তাদের ওয়েবসাইটে অনেকগুলি উদাহরন দেয়া রয়েছে। সেগুলি দেখে নিতে পারেন। ঠিকানা ; http://akvis.com/en/sketch-tutorial/cartoon-film.php
No comments:
Post a Comment