আজ আমেরিকার স্বাধীনতা দিবস। নিশ্চিতভাবেই নানারকম আলোর উৎসব হতে যাচ্ছে সেখানে। ঠিক আগ মুহুর্তে ফটোগ্রাফি ট্রেইনার র্যাচেল কিং আতসবাজির ছবি ভালভাবে উঠানোর কিছু পরামর্শ দিয়েছেন। এধরনের পরিস্থিতিতে আপনিও কাজে লাগাতে পারেন তার উপদেশ।
. ট্রাইপড ব্যবহার করুন
আপনার যদি ট্রাইপড থাকে তাহলে খুব সহজে নিখুত ফোকাস করে স্পষ্ট ছবি উঠানো সম্ভব হবে। এরফলে খুব কম সাটারস্পিড ব্যবহার করে বেশি সময় ধরে ছবি উঠাতে পারবেন। যদি ট্রাইপড না থাকে তাহলে কোনকিছুর ওপর ক্যামেরা রেখে ছবি উঠাতে চেষ্টা করুন।
. সঠিক ফ্রেমিং করুন
ছবির সৌন্দর্য্য নির্ভর করে ফ্রেমিং-এর ওপর। সরাসরি আতসবাজির ওপর তাক করবেন না। মানুষ সহ, আশেপাশের এলাকা সহ ছবি উঠাতে চেষ্টা করুন। আতসবাজি উৎসবের অংশ, একা আতসবাজিতে সেই উৎসব ধরা পরে না।
. টেলিফটো লেন্স ব্যবহার করুন
আতসবাজির স্থানে ভীড় হবে এটাই স্বাভাবিক। সেই ভীড়ের মধ্যে কাছে গিয়ে ছবি উঠানোর কষ্টকর। বরং দুরে থেকে টেলিফটো লেন্সের সাহায্য নিন।
. ফ্লাশ ব্যবহার করবেন না
আলোর ছবি উঠানোর সময় ফ্লাশ ব্যবহার করবেন না। এতে মুল আলোর সৌন্দর্য্য ধরা পরে না।
. এপারচার এবং সাটারস্পিড ঠিকভাবে সেট করুন
ছবিতে আলো যেখানে মুখ্য সেখানে এপারচার এবং সাটার স্পিডের ভুমিকাও বেশি। বর্তমানের অধিকাংশ পয়েন্ট এন্ড শ্যুট ক্যামেরাতেও ম্যানুয়েল কন্ট্রোলের সুবিধে থাকে। সেটা কাজে লাগান।
অধিকাংশ ক্যামেরায় ফায়ারওয়ার্ক নামে একটি সেটিং থাকে। সেটি কাজে লাগান। কোডাকের মতে এধরনের ছবিতে যেহেতু ব্লার (ঝাপসা অংশ) বাদ দেয়া যায় না, সেটাকে যতটা সম্ভব ভালভাবে ফুটিয়ে তুলুন।
No comments:
Post a Comment