ষ্টোরেজ ডিভাইস তৈরীর জন্য সুপরিচিত ভার্বাটিম জানিয়েছে তারা পোর্টেবল হার্ডডিস্ক বাজারে ছাড়তে যাচ্ছে। সহজে বহনযোগ্য এই হার্ডডিস্কগুলি আকারে ছোট হবে, ইউএসবি এবং ফায়ারঅয়্যার দুধরনের পোর্টে কাজ করবে (পৃথক পাওয়ার প্রয়োজন হবে না) এবং উইন্ডোজ অথবা ম্যাক সবখানেই কাজে লাগানো যাবে। এগুলি পাওয়া যাবে ২৫০, ৩২০ এবং ৫০০ গিগাবাইট ধারনক্ষমতার। এগুলি ফায়ারঅয়্যার পোর্টে ৮০০ মেবা/সে এবং ইউএসবি পেডার্টে ৪৮০ মেবা/সে রেটে ডাটা ট্রান্সফার করতে পারবে। এর নাম SureFire.
উইন্ডোজ ২০০০, এক্সপি, ভিসতা, উইন-৭ এবং ম্যাক অপারেটিং সিষ্টেম ১০ কম্পাটিবল শকপ্রুফ এই হার্ডডিস্কগুলি কালো রঙের এল্যুমিনিয়াম দিয়ে মোড়ানো। আকার ৩.১৩” – ৫” – ০.৬৬”, ওজন ১৮৬ গ্রাম। এগুলির দাম যথাক্রমে ১১০, ১৪০ এবং ১৮০ ডলার। প্রতিটির জন্য ৩ বছরের ওয়ারেন্টি দেয়া হবে।
No comments:
Post a Comment