মাইক্রোসফট এই প্রথমবারের মত উইন্ডোজের বিক্রিতে মন্দার ছাপ দেখেছে। এবং এর পরিমানও উল্লেখযোগ্য রকমের। তাদের প্রকাশিত রিপোর্টে দেখা যায় উইন্ডোজের বিক্রি ১৭ শতাংশ কমে গেছে। রিপোর্ট প্রকাশ হওয়ার সাথেসাথে মাইক্রোসফটের শেয়ারের মুল্য ৮ পয়েন্ট কমে গেছে। বিশ্বের বৃহত্তম এই সফটওয়্যার নির্মাতা এবছরে ভালর দিকে যাওয়ার সম্ভাবনা কমই দেখছে।
অর্থবছরের শেষ তিনমাসে তাদের বিক্রির পরিমান দাড়িয়েছে ১৩.১ বিলিয়ন ডলার, যেখানে গড় ১৪.৪৮ বিলিয়ন। এর আগে কখনোই উইন্ডোজের বিক্রি কমতির দিকে যায়নি। মাইক্রোসফট জানাচ্ছে আগামী ২২ অক্টোবর নতুন অপারেটিং সিষ্টেম উইন্ডোজ ৭ রিলিজ দেয়ার পরও নিজে থেকেই ব্যবসা ভালোর দিকে যাবে এমন কথা নেই। তারা খরচ কমানোকে একটি পদ্ধতি হিসেবে বিবেচনা করছে। এবছরই জানুয়ারীতে ৫,০০০ কর্মী ছাটাই করা হয়েছে। আগামী অর্থবছরের কোম্পানীর খরচ ২৬.৬ থেকে ২৬.৯ বিলিয়ন ডলারের মধ্যে সীমিত রাখার পরিকল্পনা নেয়া হচ্ছে।
No comments:
Post a Comment