চীনের প্রধান তিনটি টেলিকম কোম্পানীর একটি চায়না ইউনিকম জানিয়েছে তারা আইফোনের নির্মাতা এপলের সাথে আইফোন বিক্রির চুক্তির খুব কাছাকাছি পৌছে গেছে। এই চুক্তি বাস্তাবায়িত হলে আইফোন পৌছে যাবে বিশ্বের সবচেয়ে বেশি মোবাইল ফোন ব্যবহারকারীর দেশে। বর্তমানে চীনে প্রায় ৭০ কোটি মোবাইল ফোন ব্যবহার করা হয়। গত জানুয়ারীতে চীনে থ্রিজি লাইসেন্স দেয়ার পর থেকেই এই সমঝোতার প্রক্রিয়া শুরু হয়েছে।
ইউনিকম চীনে আইফোন বিক্রি করবে ৪৪০ ডলারে (৩,০০০ ইউয়ান), এমনটাই জানা গেছে। বর্তমানে কালোবাজারে চীনে এই দাম ৫,০০০ ইউয়ান। এই চুক্তির ফলে এপল বছরে ২০ লক্ষ আইফোন চীনে সরবরাহ করবে।
বর্তমানে চায়না ইউনিকমের গ্রাহক সংখ্যা ১৪ কোটি। আইফোন বিক্রি শুরু করলে তা আরো অনেক বৃদ্ধি পাওয়ার কথা। বর্তমানে সবচেয়ে বড় মোবাইল সেবা প্রতিষ্ঠান চায়না মোবাইলের গ্রাহক প্রায় ৫০ কোটি। জানা গেছে এপলের সাথে চুক্তির সময় এতে বাধ্যতামুলকভাবে কিছু সফটওয়্যার ইনষ্টল করা থাকবে যা চায়না টেলিকম সম্মত না হলেও চায়না ইউনিকম মেনে নিয়েছে।
এপলের পক্ষ থেকে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি।
No comments:
Post a Comment