আমেরিকার জাতিয় দিবস ৪ জুলাই থেকে শুরু হওয়া সাইবার আক্রমনের জেরে বেশ কয়েকটি সরকারী ওয়েবসাইট বন্ধ হয়ে গেছে। এদের মধ্যে ট্রেজারি ডিপার্টমেন্ট, সিক্রেট সার্ভিস, ফেডারেল ট্রেড কমিশন, ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইটের পাশাপাশি সাইবার ক্রাইম দমন করার বিভাগও রয়েছে। এখবর দিয়েছে এপি।
আমেরিকা সরকারীভাবে এবিষয়ে মতামত জানাতে অস্বিকৃতি জানিয়েছে, তবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মুখপাত্র এমি কুডয়া বলেছেন কম্পিউটার এমার্জেন্সী রেডিনেস টিম এবিষয়ে এইসব সংস্থাকে একটি নোটিশ জারী করেছে এবং এইসব আক্রমন থেকে রক্ষা পাওয়ার জন্য কার্যকর ব্যবস্থা নিতে বলেছে।
তারা বলছেন এধরনের আক্রমনের ঘটনা সবসময়ই হয়। তারা চেষ্টা করেন ক্ষতি কতটা কম রাখা যায় সেদিকে। অন্যান্য সরকারী সংস্থা এইধরনের আক্রমনের শিকার হয়েছে কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি। যারা আমেরিকার এধরনের ঘটনা অস্বীকার করার বিষয়ে সচেতন তারা বলছেন ঘটনার তিনদিন পরও অনেক ওয়েবসাইট অকেজো রয়েছে।
আমেরিকা ছাড়াও দক্ষিন কোরিয়ার সরকারী সংস্থা, ব্যাংক এবং ইন্টারনেট সার্ভিস এধরনের আক্রমনের মুখে স্থবির হয়ে পরেছিল। কোরিয়ার ইনফরমেশন সিকিউরিটি এজেন্সির মুখপাত্র অং জিং উন বলছেন আমেরিকা এবং দক্ষিন কোরিয়ার এই আক্রমনের মধ্যে সম্পর্ক রয়েছে।
দক্ষিন কোরিয়া আত্রমনের লক্ষবস্তু ছিল প্রেসিডেন্টের ব্লু –হাউজ, প্রতিরক্ষা মন্ত্রনালয়, জাতিয় সংসদ, সিনহান ব্যাংক, কোরিয়া এক্সচেঞ্জ ব্যাংক এবং প্রধান ইন্টারনেট পোর্টাল নেভার। এগুলি কোনটি হয় বন্ধ হয়ে গেছে অথবা সেখানে ঢোকা যায়নি।
আমেরিকা থেকে দক্ষিন কোরিয়ার সাইবার আক্রমন সম্পর্কে কিছু বলা হয়নি। তবে বলা হয়েছে ২৪ ঘন্টার বেশি সময় তাদের কোন সেবা পুরোপুরি বন্ধ থাকা বড় ধরনের ঘটনা।
No comments:
Post a Comment