নোকিয়া অপটিক্যাল জুম সহ ক্যামেরাফোন ছেড়েছিল একবার। আবারও ছাড়ার ঘোষনা দিয়েছে। অন্যান্য কোম্পানীও সেপথে যাবার কথা বলেছে। তাদের কোনটিই সত্যিকারের ক্যামেরার বিকল্প হবে এমনটা ধরে নিচ্ছেনা কেউই। এমন সময় চীনের এক কনফারেন্সে ঘোষনা এলো তাইওয়ানের কোম্পানী এলটেক কর্পোরেশনের পক্ষ থেকে, তারা মোবাইল ফোনে সত্যিকারের ক্যামেরা আনতে যাচ্ছে। একে বলা হচ্ছে বিশ্বের প্রথম প্রফেশনাল ক্যামেরা ফোন। মুলত মোবাইল ফোন হলেও এতে ৩এক্স অপটিক্যাল জুম সহ ১২.২ মেগাপিক্সেল ষ্টিল এবং ভিডিও করার সুবিধে থাকবে।
তুলনামুলক কম পরিচিত হলেও এলটেক বিশ্বের একমাত্র কোম্পানী যার নিজেরই ইমেজ প্রসেসর ডিজাইনের সামর্থ্য রয়েছে। তাদের ক্যামেরায় তাদের নিজেদের তৈরী ইমেজ প্রসেসর ব্যবহার করা হবে। টি-৮৬৮০ নামের এই ফোন থেকে ছবি পাওয়া যাবে স্পষ্ট। এমনকি খুব অল্প আলোতেও ভাল ছবি উঠাতে পারবে।
এর ৩-এক্স জুম উন্নতমানের ক্যামেরার সাথে তুলনাযোগ্য। এতে সাধারন ক্যামেরার মতই সিসিডি সেন্সর ব্যবহার করা হয়েছে।
৩-এক্স অপটিকাল জুম ছাড়াও এতে ৫-এক্স ডিজিটাল জুম রয়েছে। এপারচার ৩.০ – ৫.৬, ৫ সেমি দুরে ফোকাস করা যাবে, ৬টি শ্যুটিং মোড এবং ২০টি সিন মোড রয়েছে। এছাড়া স্মাইল ডিটেকসন, ফেস ডিটেকসনের সুবিধে রয়েছে। আইএসও ৮০ থেকে ৩২০০।
ফোন হিসেবে জিএসএম৯০০/১৮০০/১৯০০, এজ ১২, ৩ ইঞ্চি টিএফটি টাচস্ক্রিন ডিসপ্লে, ৭০ মেগাবাইট নিজস্ব মেমোরী (মাইক্রো এসডি স্লট), ৩৫০ ঘন্টা ষ্ট্যান্ডবাই, ৪ ঘন্টা টক টাইম, ওজন ১৩৫ গ্রাম। এর আকার বেশ ছোট, ১১৩.৫ – ৫২.০ – ১৬.২২ মিমি।
শক্তিশালী ক্যামেরা ছাড়াও এতে অডিও প্লেয়ার, ভিডিও প্লেয়ার, এফ-এম রেডিও, ভয়েস রেকর্ডার, টিভি-আউট ইত্যাদি থাকবে।
No comments:
Post a Comment