উইন্ডোজ নিয়ে বিপদে পড়েননি এমন ব্যবহারকারী কি পাওয়া সম্ভব ? সম্ভবত না। ভাইরাসের কারনে হোক, অথবা নিজের ভুলে হোক, অথবা কোন ডিভাইসের কারনে হোক একদিন দেখলেন আপনার কম্পিউটারে এক্সপি চালু হচ্ছে না। অথবা এক্সপি কোনমতে চালু হয়েছে কিন্তু কোন প্রোগ্রাম চালু হচ্ছে না। অথচ আপনার প্রয়োজনিয় সব কাজের ফাইল থেকে শুরু করে সংগ্রহ করা মিউজিক, ভিডিও, ছবি সবই সেখানে। ভাবছেন একবার কপি করে রাখলে ওগুলো নিয়ে ভাবতে হত না। কোনমতে যদি সিডি রাইটিং সফটওয়্যারটা চালূ করা যেত।আপনাকে এই সমস্যা থেকে উদ্ধার করতে পারে উইন্ডোজ এক্সপি লাইভ। এর ব্যবহার শেখায় নতুন কিছু নেই। আপনার কম্পিউটারে এক্স যদি চলে তাহলে চালু অবস্থা এটাকে সিডি ড্রাইভে ঢুকান, আর যদি এক্স চালু না হয় তাহলে একে সিডি ড্রাইভে য়ুকিয়ে কম্পিউটার অন করুন বা রিষ্টার্ট করুন। বিশেষভাবে তৈরী উইন্ডোজ এক্সপি লাইভ সিডি থেকেই চালু হবে। এর সাহায্যে আপনার আগের ইনষ্টল করা সফটওয়্যারগুলি কাজ করবে।
এক্সপি লাইভ সবসময় ব্যবহারের জন্য তৈরী করা হয়নি। যখন আপনার এক্সপি কাজ করতে না (মারা গেছে বলতে পারেন) তখন তাকে জীবন দেয়ার জন্য তৈরী।
How can we collect this?
ReplyDelete