২০০৯ সালের জন্য ট্রাভেল ফটোগ্রাফার অব দি ইয়ার প্রতিযোগিতার ছবি গ্রহন করা হচ্ছে। আগামী ২২সে সেপ্টম্বর পর্যন্ত ছবি পাঠানো যাবে এবং যে কেউ অংশ নিতে পারবে। আগের বছরের তুলনায় পেশাদার এবং সৌখিন সব ধরনের ফটোগ্রাফারদের জন্যই সুযোগ বাড়ানো হয়েছে। পুরস্কারের তালিকতায় রয়েছে ২৬ ইঞ্চি এনইসি স্পেকট্রা ভিউ মনিটর সহ এপল ম্যাকবুক প্রো (১৫”), ওয়াকম ইন্টারএকটিভ পেন ডিসপ্লে সহ পেন ট্যাবলেট, এডবির সফটওয়্যার, ১০০০ ইউরো খরচ করার কুপন এবং আরো অন্যান্য ফটোগ্রাফি সামগ্রী।
উল্লেখ করা যেতে পারে যে ২০০৩ সাল থেকে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। গতবছর এতে ৬০টি দেশ থেকে পেশাদার, আধাপেশাদার, সৌখিন প্রতিযোগি অংশ নেয়। এদের মধ্যে সবচেয়ে কমবয়সীর বয়স ছিল ৫ বছর, সবচেয়ে বেশি ৮৮.
প্রতিযোগিতার বিভাগ এবং বিষয়
ট্রাভেল ফটোগ্রাফার অব দি ইয়ার : সব বিভাগ মিলিয়ে শ্রেষ্ঠ পুরস্কার। ৩টি পোর্টফোলিও বিভাগের মধ্যে অন্তত ২টি বিভাগে ছবি পাঠাতে হবে।
ইয়াং ট্রাভেল ফটোগ্রাফার অব দি ইয়ার : সৌখিন এবং আধা-পেশাদার ফটোগ্রাফারদের জন্য। যারা ফটোগ্রাফিতে হাত পাকাচ্ছেন তাদের জন্য উপযোগি।
পোর্টফোলিও বিভাগ – হোমল্যান্ড : নিজের দেশের পরিচিতি তুলে ধরে ৪টি ছবি পাঠাতে হবে। এই বিভাগে একজন বিজয়ী, একজন রানার-আপ এবং একটি একক ছবি নির্বাচিত হবে।
পোর্টফোলিও বিভাগ – ন্যাচারাল ওয়ান্ডার : বণ্যপ্রানী এবং প্রকৃতির ছবি বিভাগ। এই বিভাগেও চারটি ছবি পাঠাতে হবে। এই বিভাগে একজন বিজয়ী, একজন রানার-আপ এবং একটি একক ছবি নির্বাচিত হবে।
পোর্টফোলিও বিভাগ – পিপল অব দি ওয়ার্ল্ড : ভ্রমনের সময় বিভিন্ন অঞ্চলে দেখা বিভিন্ন ধরনের মানুষের ৪টি ছবি পাঠাতে হবে। এই বিভাগে একজন বিজয়ী, একজন রানার-আপ এবং একটি একক ছবি নির্বাচিত হবে।
ওয়ান শট ক্যাটাগরি : ফেষ্টিভাল, ফিয়েস্তা, সেলেব্রেশন
উৎসব বিষয়ে একটি ছবি পাঠাতে হবে। একজন বিজয়ী ছাড়াও একজন রানার-আপ পুরস্কার পাবে।
ফার্ষ্ট শট ক্যাটাগরি : পোষ্টকার্ড ফ্রম এনিহয়্যার
যারা একেবারেই নতুন তাদের জন্য। মোবাইল ফোন থেকে শুরু করে যে কোন ধরনের ক্যামেরায় তোলা ছবি পাঠানো যাবে। এই বিভাগে ৭টি রানার-আপ পুরস্কার দেয়া হবে।
No comments:
Post a Comment